প্রাইম ইসলামী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক লাকী আকতারের মেয়াদোত্তর বীমা দাবীর ৩৩ লাখ ৮৫ হাজার ৪১১ টাকা (তেত্রিশ লক্ষ পঁচাশি হাজার চারশত এগার) টাকার চেক তার হাতে হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) কর্মকর্তা এ.কে.এম নজমুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন নাঈমুল হক চৌধুরী, এএমডি ও ইনচার্জ (চট্টগ্রাম কর্পোরেট জোন-০১), ও জাহাঙ্গীর আলম ইভিপি (পিআরটি) ইনচার্জ চট্টগ্রাম জোন-০২ ও ০৯ প্রমুখ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.