নিঃসরণ হ্রাস সংক্রান্ত গবেষণায় এমিরেটসের আর্থিক সহায়তার অঙ্গীকার

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা সংস্থা ‘এভিয়েশন ইমপ্যাক্ট এক্সিলারেটর (AIA)’ এর ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এমিরেটস এয়ারলাইন। এর মাধ্যমে বানিজ্যিক এভিয়েশন খাতে জীবাশ্ম জ্বালানীর নেতিবাচক প্রভাব হ্রাসে বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের লক্ষ্যে এমিরেটস কর্তৃক সৃষ্ট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সাস্টেইনিবিলিটি ফান্ড থেকে প্রথম বারের মতো অর্থ ছাড়ের উদ্যোগ গৃহীত হলো। অন্যান্য ইন্ডাস্ট্রি পার্টানরদের মধ্যে রয়েছে বোয়িং, রোলস রয়েস, দা রয়্যাল এয়ারফোর্স, আইএটিএ, ফোরএয়ার এবং ফ্লেক্সজেট।

এই পার্টনারশীপের লক্ষ্য হলো পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি, ‘এআইএ’র ক্লাইমেট ইমপ্যাক্ট টুলসগুলোর জন্য তথ্য প্রমান সরবরাহ, ডাটা মডেলিং কাজের উন্নয়নে সহায়তা প্রদান এবং এভিয়েশন সেক্টরে নিঃসরণ হ্রাসে ভবিষ্যতে যেসকল প্রকল্প গৃহীত হবে তাতে সক্রিয় অংশগ্রহণ।

‘এআইএ’র উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হুইটেল ল্যাবরেটরি এবং ইন্সটিটিউট ফর সাস্টেইনিবিলিটি লীডারশীপ। এই উদ্যোগের অধীনে বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞরা প্রমানভিত্তিক সিস্টেম, মডেলিং ক্যাপাবিলিটি, ভিজ্যুয়ালাইজেশন এবং বিশেষায়িত টুলসের উন্নয়নে কাজ করছেন। লক্ষ্য হলো, টেকসই এভিয়েশন অর্জন সংক্রান্ত উপায় এর ম্যাপিং, ধারণা ও ত্বরান্বিতকরণ বিষয়ে নীতিনির্ধারক, এভিয়েশন শিল্পের সঙ্গে যুক্ত ও এর বাইরে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করা।

কিছু সংখ্যক টুলসর উন্নয়নে এমিরেটস সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করার প্রচেষ্টা চালাবে, যার মধ্যে রয়েছেঃ রিসোর্স টু ক্লাইমেট কম্প্যারিজন এভলুয়েটর (RECCE), জার্নি ইমপ্যাক্ট স্টিমুলেটর টুল (JIST) এবং ক্লাইমেট রেসপন্স টু এভিয়েশন ফিউচার সিনারিওজ টুল (CRAFT)। এআইএ’র সঙ্গে পার্টনারশীপের ফলে এমিরেটস ‘নেট জিরো এভিয়েশন’ এর বিভিন্ন দিক নিয়ে আয়োজিত ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে নিঃসরণ হ্রাস কার্যক্রম ত্বরান্বিতকরণের বিভিন্ন সুযোগ চিহ্নিত করা হবে।

উন্নত জ্বালানী, এনার্জী, প্রপালশন প্রযুক্তিসহ নিঃসরণ হ্রাসে অবদান রাখছে বিশ্বব্যাপী স্বীকৃত এজাতীয় সংস্থা, স্টার্ট আপ এবং একাডেমিক ইন্সটিটিউশনগুলোর জন্য আগামী তিন বছর ধরে এমিরেটসের সাস্টেইনিবিলিটি ফান্ড থেকে অর্থছাড় করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.