দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মে) ডিএসইতে সিনোবাংলার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স ট্যানারি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার, ফেডারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.