পিটিএলের অ্যাসোসিয়েটকে ঋণ দেবে এডিবি ও জাইকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি’র (পিটিএল) অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান ডাইন্যামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডকে ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও আইএলএক্স আই ফান্ড। ডাইন্যামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সংস্থা তিনটি ১২ কোটি ১৫ লাখ ডলার ঋণ দেবে; স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার ৩৩৭ কোট টাকা (এক ডলার=১১০ টাকা ধরে)।

সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঋণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

প্যারামাউন্ট টেক্সটাইল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এডিবি ওই ঋণের প্রধান অ্যারেঞ্জার ও বুক রানারের দায়িত্ব পালন করবে।

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ডাইন্যামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ারের মালিক। কোম্পানিটির ভাষ্য অনুসারে, দেশের কোনো সৌর বিদ্যুৎ প্রকল্পে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ঘটনা এটিই প্রথম। পাবনায় হবে এ প্রকল্পের অবস্থান।

বর্তমানে প্যারামাউন্ট টেক্সটাইল গাজীপুরের কালিগঞ্জে ৩০ মেগাওয়াটক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.