মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে মুন্সিগঞ্জ সদরের মানিকপুর ও মোল্লারচর এলাকায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে একজন ও বেলা ১১টা ১০ মিনিটে অন্যজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন মোল্লারচর এলাকার ওমর আলী (৬৫) ও মানিকপুরের বাতেন মাঝি (৬৮)। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.