সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সবার আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। একদিন পর এবার বিশ্বকাপের দল ঘোষণা করল সাউথ আফ্রিকা। স্কোয়াডে রাখা হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা নরকিয়াকে।

এছাড়া এসএ টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলের দুয়ার খুলেছেন রায়ান রিকেলটন এবং ওটনীল বার্টম্যান।

বিশ্বকাপের জন্য ঘোষিত সাউথ আফ্রিকা স্কোয়াড- এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনীল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ফরচুন বি’জন, রিজা হ্যান্ডরিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.