কয়েকটি জাহাজে হুথিদের হামলা

​​​​​​​ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে কয়েকটি শত্রু জাহাজের ওপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের ‌ওপর ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন থেকে এই হামলা হলো।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজ এবং কয়েকটি ড্রোনে হামলাসহ শত্রুদের যুদ্ধজাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিটসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট যোগ দেয়।

জেনারেল সারি জানান, লোহিত সাগর দিয়ে দখলদার ইসরাইলের বন্দরের দিকে যাওয়ার সময় সাইক্লেড নামে একটি জাহাজে হামলা চালানো হয়। এ ছাড়া, এমএসসি ওরিয়ন নামে ইসরাইলের একটি জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় ইয়েমেনের সেনারা জাহাজটি লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায়

ইয়েমেনের সেনা কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থত জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.