সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.