ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী আটক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ-মিছিলে অংশ নেয়া শত শত শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ।‌ দমন-পীড়ন অব্যাহত থাকার পরেও আমেরিকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যম জানিয়েছেন, বিভিন্ন ক্যাম্পাসের এই বিক্ষোভ-সমাবেশ নস্যাৎ করতে পুলিশ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন কৌশল প্রয়োগ করে।

বোস্টনের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটিতে ছাত্ররা যে অস্থায়ী ক্যাম্প করে বিক্ষোভ সমাবেশ করছে তা উচ্ছেদের সময় অন্তত ১০০ শিক্ষার্থীকে পুলিশ আটক করে। এ সময় তারা বিক্ষোভকারীদের তাবু এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায়।

মিডওয়েস্ট অঙ্গরাজ্যের ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে অন্তত দুইজনকে আটক করে পুলিশ। পাশাপাশি যেসব ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ হচ্ছিল সেগুলোও উচ্ছেদ করে দেয়।

এদিকে, ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অন্তত ৮০ জনকে আটক করেছে পুলিশ। সেখানকার বিক্ষোভ মিছিল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জিল স্টেইন এবং তার ক্যাম্পেইন ম্যানেজারকে আটক করা হয়।

গাজা উপত্যকায় ইসরাইল বর্বর আগ্রাসন চালালেও দখলদার সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা। ইসরাইলের প্রতি সমর্থনের কারণেই মূলত মানবাধিকারের সমস্ত নীতি লঙ্ঘন করে মার্কিন সরকার বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিবাদ মিছিল করার বৈধ অধিকারে হস্তক্ষেপ করছে এবং তাদেরকে গ্রেফতার করছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.