টসে হারল বাংলাদেশ

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত।

বিশ্বকাপে চোখ রেখে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ফলে টস হেরে আগে বোলিং করবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম।

ভারত- স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর, শেফালি ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, সাজানা সাজিভান, রিচা ঘোষ, পূজা ভাস্তকার, রেনুকা সিং, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.