দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের লেনদেনের মধ্যে ৩০০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ এপ্রিল) ডিএসইতে বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড, লাভেলো আইসক্রিম, মুন্নু ফেব্রিকস, সোনারগাঁও টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ এবং এনআরবি ব্যাংক লিমিটেড।

অর্থসূচপক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.