প্রথম ২ ঘন্টায় লেনদেন ৩২১ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ এপ্রিল) দ মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩২১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

 

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.