পশ্চিমা অস্ত্রবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ ছাড়া, ইউক্রেনের খারকোভ এলাকায় ৬৭তম মেকানাইজড ব্রিগেডের বহু সেনা এবং সামরিক সরঞ্জাম রুশ সেনাদের হামলার শিকার হয়েছে।
ইউক্রেন থেকে রাশিয়ার সাথে যুক্ত হওয়া দোনেস্ক প্রজাতন্ত্রের উদাচনিয়া এলাকায় ট্রেনটি হামলার শিকার হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কয়েকটি পশ্চিমা দেশ এসব অস্ত্র দিয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমন্বিতভাবে অস্ত্রবাহী ট্রেনের ওপর বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি হামলা চালানো হয়। খবর- পার্সটুডের
এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় মার্কিন নির্মিত পাঁচটি এম-৭৭৭ হাউইটজার, দুইটি হালকা টৌড হাউইটজার, আমেরিকার নকশা করা একটি কাউন্টার ফায়ার রাডার, ব্রিটিশ নির্মিত এফএইচ-৭০ হাউইটজার এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রুশ সেনারা ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.