আইপিএলের এবারের আসরের নিয়মিত দৃশ্য হয়ে গেছে আক্রমণাত্মক ব্যাটিং আর ছক্কার বৃষ্টি। আইপিএলের প্রায় প্রতিটি মৌসুমেই রান তোলার গতি বেড়ে থাকে। তবে এবার যেন সেই গতি ভিন্ন মাত্রায় চলে গেছে। এই তো শুক্রবার কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ৪২টি ছক্কা হয়েছে।
টি-টোয়েন্টির ইতিহাসে কোনো ম্যাচে এতো ছক্কা হয়নি এর আগে। এ ছাড়া আইপিএলের ইতিহাসের ৮টি সর্বোচ্চ দলীয় সংগ্রহের ৭টিই এবারের আসরে হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বোলারদের ওপর কেমন ঝড় চলছে। অনেকেই মনে করেন এমনটা চলতে থাকলে ভবিষ্যতের জন্য ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে।
সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ব্যাট এবং বলের লড়াইয়ে সমতা চান। তিনি বলেছেন, ‘বোলারদের জন্য সহজ ব্যাপার না। ব্যাটসম্যানরা শুধু মারছেই। এটি এমন একটি বিষয় যা ভবিষ্যতের জন্য ভাবনার কারণ হতে পারে। এ কারনে ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য আনতে হবে।’
আইপিএলের এবারের আসর থেকে এক ওভারে দুটি বাউন্সারের নিয়ম চালু হয়েছে। সেই সঙ্গে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মের কারণে প্রতিটি দলই একজন বাড়তি ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে। মূলত এ কারণেই চাপে পড়ে যাচ্ছেন বোলাররা।
গত সপ্তাহে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাওয়ার প্লেতেই সানরাইজার্স হায়দরাবাদ তুলেছিল ১২৫ রান। ওপেনার ট্রাভিস হেড মাত্র ১৬ বলে তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তার ইনিংস থেমেছিল ৩২ বলে ৮৯ রান করে। এই ম্যাচে গাঙ্গুলির দল দিল্লির বোলাররাই তোপের মুখে পড়েছিলেন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.