ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।
তিনি বলেছেন, শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাংকারে হামলা চালিয়েছে। বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেডা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয়। এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত হানে বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি ইয়েমেনের সা’দা প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করারও ঘোষণা দেন জেনারেল সারিয়ি। তিন কোটি ডলার মূল্যের ড্রোনটিকে বিদ্বেষী তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশে পাঠানো হয়েছিল বলে তিনি জানান।
ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে ইঙ্গো-মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র।
তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গণহত্যা অব্যাহত থাকা পর্যন্ত লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা চলতে থাকবে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন। পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইসরাইলের পক্ষ হয়ে ইয়েমেনে বিমান হামলা চালানোর পর হামলার বৈধ লক্ষ্য হিসেবে ওই দুই দেশের স্বার্থকে অন্তর্ভুক্ত করে ইয়েমেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.