দরপতনের শীর্ষে বাটা সু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০০টি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রেনাটা লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, ডমিনেজ স্টিল, প্রাইম ইন্স্যুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.