কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। এ ঘটনায় কোনও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.