সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তখন মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হলো।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সোমবার সকালের দিকে পূর্ব সিরিয়ার আল-ওমর তেলক্ষেত্র এবং খারাব আল-জির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খারাব আল-জির সামরিক ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, পূর্ব সিরিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ঘাঁটি আধা ঘন্টার ব্যবধানে হামলার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি।
ইরাকের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের জুম্মার শহর থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
এর আগে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে যে সমস্ত হামলা হয়েছে তার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.