অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি বলেন, ‘রুমী ভাই আমাদের সবার প্রিয় অভিনেতা। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি।’

দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, বিটিভির আলোচিত ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল অলিউল হক রুমীর। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটকেও অভিনয় করেছেন একসময়। তার অভিনীত ‘এখনো ক্রীতদাস’ বেশ সাড়া জাগানো একটি মঞ্চনাটক। এছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অলিউল হক রুমীর গ্রামের বরিশালে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নাটক ‘বকুলপুর’।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.