রাফাহ ফের ইসরাইলের বিমান হামলা, নিহত ৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফাহ শহরে ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহত সাতজনের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত হওয়া কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলের জঙ্গিবিমান বোমা বর্ষণ করে।

দখলদার ইসরাইলি বাহিনী বেশ কিছুদিন ধরে রাফাহ শহর একেবারেই জনমানব শূন্য করার প্রস্তুতি নিচ্ছে যাতে সেখানে স্থল আগ্রাসন চালানো যায়। ইসরাইলের এই জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তা সত্ত্বেও ইসরাইল রাফাহ শহরে বিমান হামলা চালালো।

গাজার বিভিন্ন অংশে ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে এই রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। ছোট্ট শহরটিতে বর্তমানে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস করছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.