সূচকের পতনে লেনদেন শেষ

ঈদুল ফিতর পরবর্তী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।  তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৭ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯ টি কোম্পানির, বিপরীতে ৩৪২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.