আমিরাতীদের প্রমোট করতে এমিরেটসের উদ্যোগ

এমিরেটস এয়ারলাইন তাদের ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়ার কমার্শিয়াল টিমের গুরুত্বপূর্ণ পদে বেশ কিছু আমিরাতীকে নিয়োগ দিয়েছে। প্রতিভাবান ইউএই নাগরিকদের প্রমোট করার অংশ হিসেবে নতুন এই নিয়োগগুলো প্রদান করা হয়েছে।

এমিরেটসের ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধান বানিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম এ প্রসঙ্গে বলেন, “এমিরেটসের টীমে অসাধারণ প্রতিভাবান আমিরাতীদের প্রমোট করতে পেরে আমরা গর্বিত। তাদের ক্যারিয়ারের উন্নতি এবং লীডারশীপ সক্ষমতা বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগপ্রাপ্ত আমিরাতীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলকাসেম, কম্বোডিয়ার কান্ট্রি ম্যানেজার; আহমেদ তানিম, সাইপ্রাসের কান্ট্রি ম্যানেজার; আদনান আলমারজুকি, আইভরি কোস্টের কান্ট্রি ম্যানেজার; মোহামেদ তাহের, উগান্ডার ম্যানেজার; সুলতান আলরিয়ামি, হংকং এর এরিয়া ম্যানেজার; এবং নাসের বাহলুক, তাইওয়ানের ম্যানেজার।

এই কৌশলগত উদ্যোগের মাধ্যমে এমিরেটস ইউএই নাগরিকদের বিভিন্ন পদে তাদের দক্ষতা ও এক্সপার্টাইজ প্রমানের সুযোগ করে দিচ্ছে। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো, এমিরেটসের কর্মী বাহিনীতে আমিরাতীদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান। এই উদ্যোগের ফলে আমিরাতীরা এয়ারলাইনের নেটওয়ার্ক জুড়ে বিজনেস পার্টনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনের সুযোগ পাবেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.