ঢাকা কলেজের প্রাক্তন ইতিহাসের অধ্যাপকের ইন্তেকাল

ঢাকা কলেজের প্রাক্তন ইতিহাসের অধ্যাপক এবং প্রাক্তন সরকারি কর্মকর্তা এস এম সাইফুদ্দিন বুধবার (১৭ এপ্রিল) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আছরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে সাইফুদ্দিনের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ এপ্রিল) বাদ আছর গুলশান শুটিং ক্লাবে তাঁর কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের ইউনেস্কো কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.