সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পীসহ নিহত ২

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা সংগীতশিল্পী পাগল হাসানসহ দুই জন নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার শিমুলতলা মুক্তিগাঁও এলাকার পাগল হাসান (৩৫) ও সাত্তার মিয়া (৫২)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ।

তিনি জানান, অটোরিকশায় করে ছাতক-দোয়ারাবাজার সড়ক দিয়ে ছাতক উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.