নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে একটি পাওয়ার প্লান্টের নির্মাণাধীন ভবনের একতলা থেকে পড়ে এক চায়না প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম ঝাং ঝি বিন (৫৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা ও নির্মাণ শ্রমিক আব্দুল খালেক জানান, পঞ্চবটিতে একটি পাওয়ার প্লান্টের নির্মাণাধীন ভবনের একতলায় তার রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের উপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন ঝাং। সে সময় ওই ফাঁকা জায়গা দিয়ে ওপর থেকে আন্ডারগ্রাউন্ডে পরে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মৃত জাং চীনের নাগরিক। কাজের সুবাদে তিনি বাংলাদেশে এসেছেন। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন।
অর্থসূচক/এমএস