ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা ছিল আগ্রাসীকে শাস্তির সেরা উপায়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের “কৌশলী এবং বুদ্ধিমান” জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেয়ার সর্বোত্তম উপায়।

মঙ্গলবার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে ফোনালাপে পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে অপরাধ সংঘটিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইরান যা করেছে তা ছিল আগ্রাসীকে শাস্তি দেয়ার সর্বোত্তম উপায়। এই প্রতিক্রিয়ার মধ্যে ইরানের রাজনীতিবিদদের কৌশলী এবং যৌক্তিক পদক্ষেপের দিকটি ফুটে উঠেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, দামেস্কে ইরানি কনস্যুলেটের বিরুদ্ধে ইসরাইল সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। আমরা বিশ্বাস করি, ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ।

ফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেবো বৃহত্তর শক্তির সাথে এবং তা হবে আগের প্রতিক্রিয়ার চেয়ে বিস্তৃত এবং বেদনাদায়ক।

ইসরাইলি প্রতি তেহরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.