ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফা চত্বরে একটি বিশাল গণ কবরের সন্ধান পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্স ফোর্স কয়েক দিন অনুসন্ধান চালানোর পর এই গণ কবরের সন্ধান পায়।
আশ-শিফা হাসপাতালের এই গণকবর থেকে অন্তত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরো মৃতদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গণকবরের খনন কাজ পরিচালনার সময় ইসরাইলের একটি ড্রোন সেখানে চক্কর দিতে থাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা খনন কাজ বন্ধ করে দেন। ড্রোন থেকে তাদের ওপর হামলা চালানো হতে পারে বলে সিভিল ডিফেন্স কর্মীরা আশঙ্কা করছিলেন।
গণকবর খনন কাজের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা মৃতদেহের কোনো কোনোটি এখনো পচে গলে যায়নি। ফলে ধারণা করা হচ্ছে খুব সম্প্রতি তাদেরকে বর্বর ইসরাইলি সেনারা হত্যা করেছে।
হাসপাতালের ডাক্তার এবং স্টাফরা জানিয়েছেন, তারা ইহুদিবাদী সেনাদের গণহত্যা এবং ভিকটিমদের গণকবর দেয়ার দৃশ্য দেখেছেন। গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর ইহুদিবাদীরা আশ-শিফা হাসপাতালে কয়েক দফা আগ্রাসন চালিয়েছে।
এদিকে, গাজা শহরের বেইত লাহিয়ায় আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে যেখান থেকে ২০টি পচে গলে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আল-আসাফ পরিবারের সদস্যদেরকে হত্যা করে এই গণকবরে চাপা দেয়া হয়।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গণকবর সম্পর্কে বলেছে, আশ-শিফা হাসপাতাল থেকে চলে যাওয়ার আগে বর্বর ইহুদিবাদীরা বহুসংখ্যক পচে গলে যাওয়া লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে। এই গণকবর সন্ধানের মধ্য দিয়ে একথা পরিষ্কার হলো যে, ইসরাইলি সেনারা যা খুশি তাই করেছে; তাদের অপরাধের কোন সীমা-পরিসীমা ছিল না। পার্সটুডে
A testimony of the Israeli massacre at Al Shifa Hospital: "We found my uncle’s sandals, but not a single trace of his body.…if there was just a trace of him, so we could take him and bury him. How will we be able to sleep? when we don’t know where his body is?" pic.twitter.com/FbpaMuq1Yd
— Quds News Network (@QudsNen) April 16, 2024
Three weeks have elapsed since Israeli occupation forces withdrew from al-Shifa Hospital, leaving it in ruins and incapable of operating ever again.
Since this withdrawal, Palestinians have been horrified by what they witnessed in areas where Israeli forces were present.… pic.twitter.com/eqiCPvzH3h
— Quds News Network (@QudsNen) April 15, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.