আবারও মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীরা নিজের পোস্ট দেখতে পাচ্ছেন না। এ সমস্যার কথা তাদের পোস্টের মাধ্যমে জানিয়েছেন ব্যবহারকারীরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর ব্যবহারকারীরা এমন ত্রুটি খেয়াল করেন। ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবহারকারীর টাইমলাইনে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমে ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি এখনো। এক্সে অনেকেই ফেসবুকের এই সমস্যার কথা লিখে পোস্ট করছেন। যেখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না।
বাংলাদেশের ব্যবহারকারীদের অনেকেই একই সমস্যার সম্মুখীন হয়েছেন। ফেসবুকে মাঝেমধ্যেই এমন ত্রুটি দেখা যায়। চলতি বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা কারণে প্রায় ৩৩ বার ত্রুটি বা সাময়িক বিভ্রাট দেখা গেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.