ইরান-হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে নেতানিয়াহু সরকার ব্যর্থ: ইসরাইলি মন্ত্রী

নেতানিয়াহু সরকার ইরান, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার।

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ইরানি প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে সময় সুযোগ মতো জবাব দেবে। মন্ত্রিসভার এই ঘোষণের পর মিকি জোহার এসব কথা বলেন।

মিকি জোহার বলেন, নেতানিয়াহু সরকার হামাসকে মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং আমরা ৭ অক্টোবর দেখেছি। নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যর্থ হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের ওপর হামলা চালাচ্ছে যার কারণে উত্তরের বহু বসতি স্থাপনকারী ঘরবাড়ি ছেড়েছে। এখন নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধেও ব্যর্থ হবে এবং ইরান আমাদের উপর সরাসরি আঘাত করতে মোটে দ্বিধা করবে না।

শনিবার দিবাগত রাতে ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়। গত ১ এপ্রিল ইসরাইল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরান শনিবার রাতে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালায়। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.