‘শেষ কয়েক বছরে মুস্তাফিজকে এত ছন্দে দেখিনি’

বোলিং বৈচিত্রে প্রতিপক্ষের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৪ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৯ উইকেট। আইপিএলের এবারের মৌসুমে মুস্তাফিজের বোলিং দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটারদের।

পেসাররা নিয়মিত স্লোয়ার ডেলিভারি করলেও মুস্তাফিজের স্লোয়ার বলের মতো থেকে এত বেশি বাঁক পেতে দেখা যায় না অন্যদের ক্ষেত্রে। কাঁধ ও কবজির অবিশ্বাস্য মোচড়ে ব্যাটারদের রীতিমতো ধাঁধায় ফেলে দেন মুস্তাফিজ। স্লোয়ার ডেলিভারিগুলো বেশি বাঁক নেয়ায় ব্যাটারদের খেলতে অসুবিধা হয়। যেটা পরিলিক্ষিত হয়েছে সবশেষ চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে।

ইনিংসের ১৮তম ওভারে তৃতীয় স্পেলে বোলিং করতে আসেন মুস্তাফিজ। সেই সময় স্ট্রাইক প্রান্তে ছিলেন বিধ্বংসী রাসেল। তবে মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারিতে সেভাবে ব্যাটে-বলেই করতে পারলেন না। ব্যাটে-বলে করতে না পেরে একবার তো হতাশায় হাঁটু গেঁড়ে বসে পড়লেন। এমনকি মহেন্দ্র সিং ধোনি ক্যাচ মিস না করলে ফিজের ওভারেই আউট হতে পারতেন রাসেল।

নিজের পরের ওভারে এসেও স্লোয়ারে বাজিমাত করেছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। সব মিলিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, ডট দিয়েছেন ১৬টি। এমন বোলিংয়ের পর রবীন্দ্র জাদেজা সেদিন বলেছিলেন, মুস্তাফিজের স্লোয়ার ব্যাটাররা বুঝতেই পারেন না।

এবার নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবেন মুস্তাফিজ। রানপ্রসবা উইকেট হওয়ায় অনেকটা অগ্নি পরীক্ষা দিতে হবে বাঁহাতি এই পেসারকে। অনেকের ধারণা, ব্যাটিং বান্ধব উইকেট হওয়ায় মুস্তাফিজকে একাদশের বাইরে রাখতে পারে চেন্নাই। তবে সাইমন ডুলের দাবি, ফিজকে বসানোর কোন সুযোগ নেই।

মুস্তাফিজের ছন্দময় বোলিংয়ের প্রশংসা করে সাইমন ডুল বলেন, ‘মুস্তাফিজকে বসানোর কোন সুযোগ নেই চেন্নাইয়ের কাছে। সে চেন্নাইকে অনেক কিছু দিতে পারবে। সে খুবই দারুণ বল করছে, শেষ কয়েক বছরে ফিজকে এতো ছন্দে আমি দেখিনি। সে চেন্নাইকে অনেক কিছুই দেবে আমার মনে হয়।’

চোটের কারণে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি মাথিশা পাথিরানা। মাঝে ম্যাচ খেললেও আবারও চোটে পড়েছেন শ্রীলঙ্কার এই পেসার। মুম্বাইয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পাথিরানা সেরে উঠলে মুস্তাফিজের সঙ্গে তাকে খেলানোর পক্ষে বেশিরভাগ সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.