ঈদের টানা ৫ দিন ছুটির পর আজ সোমবার (১৫ এপ্রিল) ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ, তবে গ্রাহকদের উপস্থিতি ছিল কম।
রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টন ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছুটির পর প্রথম দিন ব্যাংক পাড়ায় চলছে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের কুশল বিনিময়। বাংলাদেশ ব্যাংকেও দেখা গেছে একই চিত্র।
তাছাড়া ব্যস্ততা কম থাকায় অনেকেই অলস সময় পার করছে। কিছু কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকায় চেয়ার-টেবিল অনেকটা ফাঁকা পড়ে আছে। এ ছাড়া, গ্রাহকদের উপস্থিতি কম থাকায় চলছে ঢিলেঢালা লেনদেন।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। কারণ অনেকেই ঈদের পর দুয়েকদিন ব্যক্তিগত ছুটি নিয়েছেন। তাতে তারা আরও দুয়েকদিন ছুটি কাটাবেন।
কর্মকর্তারা আরও বলছেন, ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোনও লেনদেন হচ্ছে না। যা হচ্ছে, তা ছোট ছোট লেনদেন। আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলোতে পুরোপুরি লেনদেন শুরু হবে বলে আশা করছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ) নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল রোববার নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটান ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠান’সহ সরকারি চাকরিজীবীরা।
ঈদের পর ব্যাংকের লেনদেন ও অফিস সময় রোজার আগের নিয়মে শুরু হয়েছে। আজ থেকে অফিস হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
সাধারণত রমজান মাসে রোজা রাখার সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়। এবারও রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হয় সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
অর্থসূচক/এমএইচ/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.