মেসি নৈপুণ্যে স্বস্তির জয় পেল মায়ামি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ফিরিয়েও ছন্দ খুঁজে পাচ্ছিল না দলটি। অবশেষে, টানা পাঁচ ম্যাচ পর সেই মেসির হাত ধরেই স্বস্তির জয় পেল টাটা মার্টিনো শিষ্যরা।

রোববার (১৪ এপ্রিল) মেজর লিগ সকারে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে মায়ামি। ক্লাবটির হয়ে মেসি-সুয়ারেজ ছাড়াও গোল করেন দিয়াগো গোমেজ। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে গেলেও মেজর লিগ সকারের শিরোপার দৌড়ে এখনও টিকে আছে ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও গোল হজম করে বসে মায়ামি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে এরিক থোমির গোলে এগিয়ে যায় এসকেসি। অবশ্য সমতায় ফিরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মায়ামিকে।

ম্যাচের ১৮তম মিনিটে মেসির অসাধারণ অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান গোমেজ। এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। প্রথমার্ধের বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

তবে, বিরতি থেকে ফিরেই ফের এগিয়ে যায় মায়ামি। এবার ডি-বক্সের বাহির থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়ান মেসি। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মৌসুমে মায়ামির হয়ে ৫ ম্যাচে মেসির পঞ্চম গোল এটি, সাথে আছে পাঁচ অ্যাসিস্ট।

অবশ্য সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৫৮তম মিনিটে ফের সমতা ফেরান এরিক থোমি। এরপর আর ক্লাবটিকে কোনো সুযোগ দেননি মায়ামির ফুটবলাররা। একের পর এক আক্রমণে ব্যাতিব্যস্ত রাখে এসকেসির রক্ষণভাগকে। যার ফল হিসেবে ম্যাচের ৭১তম মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

অর্থসূচক/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.