মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই: ম্যাকক্লেনাঘান

আইপিএলের এবারের আসরে মুস্তাফিজের খেলা তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সকে হারানোর পর চেন্নাই হেরেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। সেই ম্যাচের পর ভিসাজনিত কারণে হুট করেই ঢাকায় আসেন ৩ ম্যাচে ৭ উইকেট নেয়া মুস্তাফিজ। ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ থাকলেও সেদিন বাংলাদেশে ছিলেন বাঁহাতি এই পেসার।

যার ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাংলাদেশের এই পেসারকে পায়নি চেন্নাই সুপার কিংস। চোটের কারণে একই ম্যাচে খেলা হয়নি মাথিশা পাথিরানা। ধীরগতির উইকেট ‘পর্যাপ্ত’ রান তোলার পরও চেন্নাইকে জেতাতে পারেননি বোলাররা।

এদিকে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা করাতে পাসপোর্ট জমা দিয়েছেন মুস্তাফিজ। পাসপোর্ট না পাওয়ায় ভারতের টিকিট কাটতে পারছেন না ২৮ বছর বয়সি এই পেসার। যার ফলে হায়দরাদের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এই ম্যাচের উইকেট তুলনামূলক খানিকটা ধীরগতির ছিল। বল ব্যাটে আসছিল না ঠিকঠাক মতো। এমন উইকেটে বরাবরই ভয়ঙ্কর মুস্তাফিজ।

কখনও স্লোয়ার আবার কখনও কাটার দিয়ে ব্যাটারদের বোকা বানাতে পটু তিনি। ম্যাক্লেনেঘান অবশ্য মনে করেন, ভালো উইকেটেও পাওয়ার প্লেতে বৈচিত্র্যময় বোলিং করতে পারেননি বাংলাদেশের এই পেসার। যে কারণে হায়দরাবাদের ধীরগতির উইকেটে মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই। ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার।

এ প্রসঙ্গে মিচেল ম্যাকক্লেনাঘান বলেন, ‘হ্যাঁ, আমি তো সেটাই বলব। তারা কেন মিস করেছে সেটাও বলছি। মুস্তাফিজের এমন স্কিল আছে যদি উইকেটটা খুব ভালোও হয় তবুও সে পাওয়ার প্লেতে বৈচিত্র্যময় বোলিং করতে পারে।’

মুস্তাফিজের মতো হায়দরাবাদের বিপক্ষে পাওয়া যায়নি পাথিরানাকেও। চোটের কারণে হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি শ্রীলঙ্কার তরুণ এই পেসার। প্রথম ম্যাচ খেলতে না পারলেও গুজরাট ও দিল্লির বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। মাঝের ওভারে উইকেট এনে দেয়ায় বেশ পটু পাথিরানা। সেই সঙ্গে ডেথ ওভারে দারুণ সব ইয়র্কারে ব্যাটাদের রান তোলা থেকে আটকে রাখেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.