‘রহস্যজনক’ আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ ভলভো বাস

রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে গেছে। বাসগুলো ডেমরার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে পার্ক করা ছিল। প্রতিটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে যায় বাসগুলো।

এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক প্রথম আলোর প্রশ্নের জবাবে ওই বক্তব্য দেন।

এদিকে পুলিশও আগুনে বাস পুড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তাঁরা আলামত সংগ্রহ করবেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.