সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) মেঘনা পেটের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমকি ৮০ শতাংশ। আর ৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ দশমিক ৬৪ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪ দশমিক ১৯ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৩ দশমিক ৮৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৬ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.