এখন পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী: ইরানের সর্বোচ্চ নেতা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ও তার সফরসঙ্গীরা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন।

এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত ছয় মাসের যুদ্ধে গাজা তথা ফিলিস্তিনের জনগণের অত্যন্ত সম্মানজনক অবস্থান ও দৃঢ়তা এবং ইসরাইলের নানা ব্যর্থতা এক ঐশী বিষয় ও ঘটনা। এখন পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী। আল্লাহর রহমতে গাজাবাসীর চূড়ান্ত বিজয় আপনারা দেখতে পাবেন।

তিনি আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করতে তার সমস্ত সামরিক সরঞ্জাম এবং বিশ্বের সকল জালিম শক্তির সমর্থন ও সহযোগিতাকে কাজে লাগাচ্ছে। এটা থেকে প্রমাণিত হয় দখলদার ইসরাইল প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে অক্ষম। প্রতিরোধ সংগ্রামীদের পরাজিত করা তাদের পক্ষে সম্ভব নয়। পার্সটুডে

অর্থসূচক/এএইচ্আর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.