ইসারাইলের বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা

ইসরাইলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা।

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ বুধবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে, তারা গতকাল ইসরাইলের ওভদা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দ্বিতীয় হামলায় তারা ইসরাইলের স্পির সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে আঘাত হানে।

ইরাকের প্রতিরোধকামীরা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ইরাক থেকে এসব হামলা চালানো হয়েছে।

এর আগেও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এবং হাইফা সমুদ্রবন্দর-সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ছাড়া, গত রোববার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালায়। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.