উত্তর গাজায় ওষুধ ও পণ্য প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জীবন রক্ষাকারী ওষুধ ও পণ্য সামগ্রীর প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল।

ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি একথা জানান। ইসরাইলের এই মানবতাবিরোধী পদক্ষেপের কঠোর নিন্দাও জানান তিনি।

ফিলিপ লাজারিনি ইসরাইলের এই পদক্ষেপকে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি বলে মন্তব্য করেন এবং গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষের মধ্যে জীবন রক্ষাকারী পণ্য সামগ্রী সরবরাহে বাধা সৃষ্টির জন্য তেল আবিবকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইসরাইলের এই নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে।

লাজারিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মানব সৃষ্ট এই দুর্ভিক্ষের মধ্যে ইসরাইল যদি জীবন রক্ষাকারী পণ্য সামগ্রী প্রবেশে বাধা অব্যাহত রাখে তাহলে পুরো গাজা উপত্যকায় দুর্ভিক্ষ দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। এর বিরুদ্ধে যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়া হয় তাহলে বহু মানুষের প্রাণহানি ঘটবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.