কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ৪টা ৫ মিনিটে বনানী ১নং গেইটের পাশের এই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। রাজধানীর যানজটের কারণে কয়েকটি ইউনিট আসতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লাগে বলে জানায় সংস্থাটি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে কারখানাটি আগুনে জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকার চকবাজার, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.