এমিরেটস বিশ্বের শ্রেষ্ঠ ইনফ্লাইট বিনোদন পুরস্কার লাভ করেছে। এয়ারলাইন রেটিংস এর ‘এয়ারলাইন এক্সিলেন্স এওয়ার্ডস ২০২৪’ এর ফলাফল সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে।
উচ্চমানের এবং জনপ্রিয় কন্টেন্টের অভাবনীয় ৬,৫০০টি চ্যানেল এবং আকাশে বিশ্বের বৃহত্তম বিনোদন লাইব্রেরির জন্য এমিরেটস অন্যান্য শীর্ষস্থানীয় এয়ারলাইন গুলোকে পেছনে ফেলে এই সম্মাননা লাভ করেছে।
AirlineRatings.com এর মুখ্য সম্পাদক জেফরি থমাস তার মন্তব্যে জানান যে, এমিরেটসের বিনোদন ব্যবস্থা ice কে শীর্ষস্থান প্রদানে সকল সম্পাদকরাই ছিলেন একমত। এমিরেটস তাদের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যে বিশাল বিনিয়োগ করেছে, এটি তারই ফল। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থাকে এমিরেটস আরও উচ্চতায় নিয়ে গেছে।
উল্লেখ্য, এমিরেটস প্রতিনিয়ত তাদের ইনফ্লাইট বিনোদন কন্টেন্ট হালনাগাদ করে থাকে। প্রতি মাসেই এই ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন ছায়াছবি, টিভি শো, পডকাস্ট, মিউজিক চ্যানেল ইত্যাদি। এয়ারলাইনটির বিশ্বের সেরা কন্টেন্ট সরবরাহকারীদের সঙ্গে পার্টনারশীপ রয়েছে।
এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা প্রায় ৩০ বছর পূর্বে যাত্রা শুরু করে এবং অন্যতম প্রথম এয়ারলাইন ইকোনমি শ্রেণীর যাত্রীদের জন্য সীটব্যাক ভিডিও প্রবর্তন করে। বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস ভিন্নভাবে সক্ষম যাত্রীদের জন্য অডিও ডেস্ক্রিপ্টিভ সাউন্ড ট্র্যাক এবং ছায়াছবির ক্লোজড ক্যাপশন চালু করে।
এয়ারলাইন রেটিংস কর্তৃক এই পুরস্কার বিজয়ী নির্বাচনের জন্য অভিজ্ঞ একটি সম্পাদকীয় টিম কাজ করে থাকে। তারা অনেক গুলো বিষয় বিবেচনা করে থাকেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তা রেটিং, AirlineRatings.com ও Trip Advisor এ যাত্রীদের রিভিউ এবং সার্বিক লাভজনকতা।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.