পিডিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্ল্যান্ট বন্ধ করবে খুলনা পাওয়ার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ বিক্রি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল)। আগামী ২৪ মার্চ থেকে “নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট” ভিত্তিতে বিদ্যমান সংশোধিত বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হতে চলেছে। তাই বিদ্যুৎ উৎপাদন বন্ধ করবে কোম্পানিটি।

আজ (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) কেপিসি ইউনিট ২ ১১৫ মেগাওয়াট প্ল্যান্ট এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া প্ল্যান্ট ২৪ মার্চ মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ সময় জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কোম্পানিটি জানিয়েছে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য কেপিসিএল ইতিমধ্যে আবেদন করেছে এবং পিডিবির পক্ষ থেকে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে যে এটি প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.