ক্ষুদ্র খাতের নারী উদ্যোক্তা এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতের উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
এআইবিপিএলসি উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন, এআইবিপিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.