সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মশিউর রহমান (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া মশিউর লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামের দিনমজুর হামিদুল হকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম জানান, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃতের স্ত্রী সাহানা খাতুন বলেন, মশিউর এটিএস অ্যাপারেল্স গার্মেন্টের কর্মী ছিলেন। তিন বছর আগে তারা বিয়ে করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মশিউর ছিলেন বড়। ঘটনার দিন তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পরে ওই দুর্ঘটনার শিকার হন বলেন জানান তার স্ত্রী।

এর আগে, গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.