ইয়েমেনকে অস্ত্র সরবরাহের অভিযোগ নাকচ ইরানের

ইয়েমেনকে সমরাস্ত্র সরবরাহ করছে বলে আমেরিকা ও ব্রিটেন যে ‘ভিত্তিহীন’ অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে যে অবৈধ বোমাবর্ষণ করে যাচ্ছে তাকে বৈধতা দিতেই তারা ইরানের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটন ও লন্ডন এ সংক্রান্ত যে অভিযোগ করেছে তার বিন্দুমাত্র সত্যতা নেই। লোহিত সাগর ও ইয়েমেনের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন ও ব্রিটিশ কূটনীতিকরা ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষ উগড়ে দেয়ার জন্য নিরাপত্তা পরিষদকে মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন।

ইরাভানি বলেন, মার্কিন ও ব্রিটিশ সরকার তাদের স্বল্পনকালীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পাশাপাশি ইয়েমেনে তাদের চলমান বেআইনি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর ধারাবাহিক বিমান হামলার তীব্র নিন্দা জানান। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.