গাজাবাসীকে জোরপূর্বক বহিষ্কারের বিরোধিতা সিসির

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেয়ার যেকোনো পরিকল্পনার ঘোর বিরোধী বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। কায়রো সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইয়েনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসরাইল গাজায় তার চলমান গণহত্যামূলক যুদ্ধে এখনও ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল রয়েছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।

গাজাবাসীকে এই উপত্যকা থেকে স্থলপথে বহিষ্কারের একমাত্র রুট রাফা ক্রসিং যা পার হয়ে একমাত্র মিশরে প্রবেশ করা সম্ভব। ইসরাইল অস্ত্রের জোরে সেরকম কিছু করতে গেলে ফিলিস্তিনিদের পর মিশরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

প্রেসিডেন্ট সিসি বলেন, তার সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার অনুমতি দেবে না। তিনি এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

মিশরের সহযোগিতায় গাজা উপত্যকায় কীভাবে মানবিক ত্রাণের প্রবেশ জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় কমিশনের প্রধান বর্তমানে কায়রা সফর করছেন। গাজার ওপর ইসরাইলের চলমান গণহত্যার প্রতি পাশ্চাত্যের সুস্পষ্ট সমর্থন ও সহযোগিতা থাকা সত্ত্বেও মুখরক্ষার জন্য হলেও গাজার মানবিক বিপর্যয় রোধ করতে উদ্যোগী হয়েছে ইউরোপ।

গাজা উপত্যকায় গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের শুরুর দিকে ইসরাইলের ফাঁস হয়ে যাওয়া গোয়েন্দা তথ্যে জানা যায়, ইসরাইল গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে মিশরের সিনাই মরুভূমিতে পাঠিয়ে দিতে চায়। তবে মিশর তখন থেকে এ পরিকল্পনার বিরোধিতা করে গাজা সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করে রেখেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.