টসে হেরেছে বাংলাদেশ, একাদশে নতুন মুখ

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। ফিল্ডিং করবে বাংলাদেশ। একটু পরই মাঠে নামবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই টসে জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই টসে জিতলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে খেলছে এনামুল হোক বিজয়। লিটন দাস অফ-ফর্মের কারণে স্কোয়াড থেকে বাদ পড়ে যাওয়ায় দল থেকেই বাদ পড়েছেন। এদিকে তানজিম হাসান সাকিব বাদ পড়েছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে খেলা হচ্ছে না স্পিনার তাইজুল ইসলামেরও। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন দিলশান মাদুশঙ্কা। তখন থেকেই শঙ্কা ছিল তাকে নিয়ে। এবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ওয়ানডে থেকে ছিটকেই গেলেন এই পেসার। তিনি না খেলায় এই ম্যাচে ফিরছেন স্পিনার মাহিশ থিকশানা।

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে নিজের সপ্তম ওভারের মাঝপথে টান পেয়ে উঠে গিয়েছিলেন মাঠ ছেড়ে। এরপর বাকি দুই বল করে সেই ওভারটি শেষ করেন জানিথ লিয়ানাগে।

বাংলাদেশ একাদশ- সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান এবং লাহিরু কুমারা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.