খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবারও আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার অনুমতি চেয়ে আবারও পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার অনুমতি চেয়ে গত ৬ মার্চ তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এরও আগে কয়েক দফায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.