হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইয়েমেনের

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস-ক্ষমতাসম্পন্ন হাইপারাসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইসরাইল এবং তার মিত্রদের জাহাজে হুতি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এ নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে তখন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এলো।

নাম প্রকাশ অনচ্ছিুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় ছয় হাজার ২০০ মাইল গতিতে ছুটতে পারে যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি।

ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিকটি সূত্র বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে।

লোহিত সাগরে সাম্প্রতিক অভিযানে নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছে যা মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে বিস্মিত এবং সতর্ক করেছে বলে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি মন্তব্য করার এক সপ্তাহ পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর বের হলো।

গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতিফিও বলেছিলেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনো অনেক ‘তুরুপের তাস’ রয়েছে যা এখনো খেলা হয়নি। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.