মসজিদের ইমামদের বিরুদ্ধে নয়া সীমাবদ্ধতা আরোপ ফ্রান্সের

নতুন আইন প্রণয়নের মাধ্যমে মসজিদের ইমামদের বিরুদ্ধে সীমাবদ্ধতা জোরদার করেছে ফ্রান্স সরকার।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, মসজিদের ইমামদেরকে অবশ্যই ফরাসি ভাষা শিক্ষা এবং সেক্যুলারিজম বিষয়ক একাধিক কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশ থেকে ফ্রান্সে ইমাম পাঠানোর সুযোগও চলতি বছর থেকে বন্ধ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটি থেকে তিউনিসিয়ার একজন ইমাম ও খতিবকে বহিষ্কার করেছে। দীর্ঘ ৪০ বছর সেদেশে বসবাস করার পরও তাকে বহিষ্কারাদেশের সম্মুখীন হতে হয়েছে।

বর্তমানে পবিত্র ইসলাম হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বাস করেন। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.