বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জামানতবিহীন বিনিয়োগ সুবিধা প্রাপ্তিতে সহজতর করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সাথে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ক্রেডিট গ্যারান্টি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.